সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা। বুধবার (১৫ মে) তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাফর আরিফ চৌধুরী ২০১ কর্মকর্তার মধ্যে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতি পাওয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান সুমন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী, সাংবাদিক রজব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতন গ্রেড-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।