রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভাধীন মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে স্থানীয় মুসলিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। দীর্ঘ দিন অনাবৃষ্টির কারণে প্রকৃতি সহ বিভিন্ন ফসলের ক্ষেত, গাছপালাসহ প্রাণীকুল নষ্ট হচ্ছে।
তাই বৃষ্টির আশায় (সালাতুল ইস্তিসকার) বিশেষ নামাজ আদায় করেছে আড়ানী পৌরসভার শত শত মানুষ। রবিবার (২৮শে এপ্রিল) সকালে আড়ানী পৌর এলাকাবাসির আয়োজনে উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে
নামাজে আদায়ের জন্য বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এই নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে দয়া-ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া করছেন। নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নামাজ আদায় করতে আসা মুসল্লীরা বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি।
এই বিষয়ে আড়ানী পৌরসভার মেয়র মোঃ মুক্তার আলী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অত্র এলাকার টিওবয়েল, মিটারে পানি পাওয়া যাচ্ছে না। মানুষসহ অনেক কষ্টে আছে গাছপালা, প্রাণীকুল ও প্রকৃতি। মহান আল্লাহ দরবারে বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ ইস্তিসকার আদায় করছি খোলা মাঠে। মহান আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের সকলকেই ক্ষমা ও দয়া করুন।