সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বনবিবিতলায় সিসিআরসির বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ ও বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পুকুর খননের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বনবিবিতলা গ্রামের কাপালিপাড়ায় সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্প ফেইজ ২ এর সার্বিক সহযোগিতায় পুকুর খননের উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বনবিবিতলা সিসিআরসির সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মহাতাব উদ্দিন সরদার, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মাসুরা পারভিন, শিক্ষক পংকজ রায়,
সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাস,স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ মনোয়ার হোসেন,
হিসাব রক্ষন কর্মকর্তা মিসেস ন্যান্সি বিশ্বাস,বনবিবিতলা সিসিআরসি সংগঠনের সহ সভাপতি মিনতি রানী মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিঃ কৃষ্ণেন্দু রায়,ক্যাশিয়ার ইজাজ আহমেদ,সদস্য হাফিজুর রহমান, সিসিডিবির মাঠ সংগঠক মিস দিল আফরোজ, মিঃ কংকন বৈরাগীর ও মিঃ জগদীশ সরদার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নে সিসিডিবি অনেক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুকুর খনন সময় উপযোগী সিদ্ধান্ত। শুষ্ক মৌসুমে এই এলাকায় পানির সংকট দেখা দেয়। সঠিক জায়গা নির্ধারণ করে পুকুর খননের মাধ্যমে এই এলাকার গৃহস্থলী,হাঁস মুরগি ও কৃষিক্ষেত্রে অধিকতর ভূমিকা রাখবে এই পুকুরটি। এই এলাকায় নতুন কিছু পুকুরের তালিকা করে খননের দাবী জানিয়ে সিসিডিবিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।