সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী জসিম চৌধুরী সিভি জমা দিয়েছে।
সোমবার ( ২২ এপ্রিল) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন থেকে মাইক্রো বাসে নেতাকর্মী সহ নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিভি জমা দেন তিনি।
সিভি জমা দেওয়ার আগে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পৌর মেয়র) শহিদুল্যাহ খান সোহেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
জসিম চৌধুরী ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরীর আপন ভাতিজা।
এর আগে তিনি নোয়াখালী জেলায় ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন।
এর আগে (৬ এপ্রিল) জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত ও সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা শাখার আওতাধীন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করা হয়েছে।
একই সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং ছাত্রলীগ সুবর্ণচর উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করার উদ্দেশে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল রাত ৮টার মধ্যে জেলা ছাত্রলীগ কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।