সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বাঘা উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে এলাকায় সম্ভব্য প্রার্থীরা দোয়া প্রার্থনা করে সামাজিক সাইটে প্রচারণার পাশাপাশি এলাকায় পোস্টার ও ব্যানার সাটিয়েছেন।
অনেকে এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ শুরু করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বাঘা উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবেনা এমন সংবাদে সকল দলের সম্ভাব্য নেতাকর্মীরা নির্বাচনী তৎপরতা শুর করে দিয়েছেন।
বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ সাহিনুর রহমান পিন্টু গণসংযোগ শুরু করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মী সমর্থদের নিয়ে এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।
সোমবার (২২শে এপ্রিল) তিনি উপজেলার হাট বাউসা বাজার টাউরিপাড়া বটতলি বাজারসহ বিভিন্ন হাট-বাজারে জনসাধারণের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।
বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ সাহিনুর রহমান পিন্টু বলেন, আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জণগণের সমর্থন আশা করছি। সেই সাথে আমি উপজেলার সকল মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে বাঘা উপজেলা মানুষের উন্নয়নে অবদান রাখতে চাই।