লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এম সজীবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে যৌথভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন আয়োজন করেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
রবিবার সকাল ১০টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সহমত প্রকাশ করেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সহ সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারন সম্পাদক কাজী সোলায়মান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জার রিংকু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রিয়াজ হোসেন জয়, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, সাধারন সম্পাদক এম মাসুদুর রহমানসহ আরো অনেকে।
উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যে বলেন, এম সজীব হত্যার সাথে জড়িত মামলার প্রধান আসামী চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ সকল আসামীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।