ঢাকার আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল মুন্সীর নেতৃত্বে তার বাহিনীর হাতে এবার সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পেশাগত দায়িত্ব পালন শেষে ওই এলাকায় নিজ অফিসে ক্যামেরা ও ল্যাপটপ রাখতে গিয়ে রাসেল মুন্সী বাহিনীর সদস্যদের দ্বারা হামলার শিকার হন দেশের কন্ঠের সাভার ও দৈনিক তৃতীয় মাত্রার আশুলিয়া প্রতিনিধি খোকন হাওলাদার এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিবেদক সাব্বির আহম্মেদ।
এ ঘটনায় সাংবাদিক খোকন হাওলাদার বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী রাসেল মুন্সীসহ তার বাহিনীর ৬ সদস্যের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত ১৭ এপ্রিল রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন তালুকদার সুপারমার্কেটের সামনে রাসেল মুন্সীসহ তার বাহিনীর সদস্যরা মদ্যপ অবস্থায় মাতলামি করছিল। এ সময় তাদের হাতে দেশীয় বাংলা মদের কয়েকটি বোতল ছিল। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সাংবাদিক খোকন হাওলাদার ও সাব্বির আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে রাসেল মুন্সী। পরে তাদের মদ্যপ অবস্থায় মাতলামির ভিডিও ও ছবি তোলা হয়েছে এমন অভিযোগ তুলে দুই সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এর প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে দুইজনকেই চর-ধাপ্পর ও কিল ঘুসি মারেন রাসেল মুন্সী। এ সময় ধারালো সুইস গিয়ার দেখিয়ে প্রায় তিন ঘন্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সন্ত্রাসী রাসেল মুন্সিসহ তার বাহিনীর সদস্যরা।
জানাজানি হলে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। ঘটনার দুই দিন পার হলেও ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।