জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বড় বাড়ি গ্রামে কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ রামাদ্বান) দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন ও উনার ভাই যুুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মোঃ জমজম রশিদ এর আয়োজনে নিজ বাড়ীতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আয়োজনকারীদের পিতা মাতা ও মৃত আত্মীয় -স্বজনের আত্মার শান্তি কামনাসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আহমদ।
এ সময় দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক রিয়াজ রহমান, সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদা জিয়া, সমাজ সেবক তানবির হাসান হিরন মিয়া সহ
দুই শতাধিক ধর্মপ্রান মুসল্লী উপস্থিত ছিলেন।
চিলাউড়া বড় বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আনোয়ার হোসেনের অর্থায়নে পুরো রমজান মাস ব্যাপী রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়।