প্রতিবছরের ন্যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত পক্ষে থেকে ইউনিয়নের ৫ হাজার সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
রবিবার সকাল চর এলাহি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উপস্থিততে নারী পুরুষ শিশু সহ প্রায় ৫ হাজারের অধিক পরিবারের মাঝে লুঙ্গী, শাড়ী, জামা কাপড়, ছোটদের পোশাক সহ সেমাই চিনি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন
এ সময় তিনি বলেন- এক সময় আমার কিছু ছিলো না আপনাদের দোয়ায় আমার অনেক কিছু হয়েছে। আপনারা আমার সাথে আছেন তো?আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।
এসময় আরাফাত নামে একজন প্রতিবন্ধী বলেন- আমাদের চেয়ারম্যানের কারণে নতুন কাপড়ের চোয়া দেখতে পারছি। সব সময় ওনার জন্য দোয়া করবো যাতে উনি আমাদের মতো প্রতিবন্ধীদের উপহার দিতে পারে।
তাছাড়া বিধবা রহিমা বেগম জানান- স্বামী মারা গেছে দুই বছর চেয়ারম্যান সাহবের কাছ থেকে দুই বছরে ই শাড়ী পেয়েছি। তাছাড়া খাদ্য সামগ্রী উপহার নানা সুযোগ সুবিধা পান বলে জানান।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন- আব্দুর রাজ্জাক চেয়ারম্যান মানবিক একজন চেয়ারম্যান যার কাছে ধনী গরিব ভেদাভেদ নেই। সব সময় মানুষের সেবাই নিয়োজিত।
ইউনিয়ন যুবলীগ নেতা শেখ বেলাল বলেন- চর এলাহি ইউনিয়নের চেয়ারম্যান
অন্য দিকে দেখা যায় উপহার বিতরণ চলাকালে তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়।তীব্র ঝড়ে মাঝে ও থেমে থাকে নি উপহার বিতরণ।
ইউনিয়নের আরো কয়েকজন জানান- রাজ্জাক চেয়ারম্যান আমাদের মানিক আর এই মানিক থাকার কারণে আমরা সুখেই আছি। ঈদ আসলে নয় সব সময় তিনি আমাদের পাশে থাকেন।