লক্ষ্মীপুরে পৌর শহরে প্রত্যাশি ব্যাক এনজিও’র এক কর্মীর বিরুদ্ধে কিস্তি আদায় করতে গিয়ে টাকা না পাওয়ায় এক নারী গ্রাহকে মা’রদোর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর ১নং ওয়ার্ডের সাহাপুর ডাক্তার বাড়িতে (ভাড়াবাসায়) এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রত্যাশি ব্যাক এনজিও থেকে রেখা আক্তার ৬০ হাজার টাকা কিস্তি নিয়ে নন্দনপুরে জাহাঙ্গীর কে দিয়েছে। জাহাঙ্গীর ও সঠিক সময়ে পরিশোধ না করাতে এনজিও কর্মী সোহাগ সাহাপুর এলাকার মমিনের স্ত্রী রেখা আক্তারের ভাড়া বাসায় এসে খারাপ ব্যবহার করতে থাকে এতে খারাপ ব্যবহার করতে নিষেধ করলে এনজিও কর্মী সোহাগ রেখা আক্তার কে এলোপাথাড়ি মা’র দর শুরু করে। রেখা আক্তার শোরচিক্কারেৎ আশেপাশের লোকজন এগিয়ে এলে সোহাগ পালিয়ে যায়। আহত অবস্থায় রেখা আক্তার কে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
রেখা আক্তার বলেন , আমি একা বাসায় থাকার সুযোগে এনজিও কর্মী সোহাগ বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাবে দেয় রাজি না হওয়া সে। খারাপ আচরণ করতে নিষেধ করায় সোহাগ আমাকে এলোপাথাড়ি মা’র দর শুরু করে। আমার একটি মোবাইল ফোন ও একটি কানের ঝুমকা সোহাগ নিয়ে যায়।
রাত দশটার সময় প্রত্যাশি ব্যাক এনজিও অফিস থেকে কয়েক টা মোটরসাইকেল আরো কয়েকজন এনজিও কর্মী এসে বিভিন্ন হুমকি দেন এই বিষয়ে যেন আর কাউকে কিছু না বলতে ।
এই বিষয়ে অভিযুক্ত সোহাগের কাছে জানতে চাইলে তিনি সংবাদ কর্মী দের কে হুমকি দিয়ে বলেন, আমিও থানায় অভিযোগ দায়ের করেছি রেখা আক্তার আমার সাথে খারাপ আচরণ করেছে। আমার মুঠোফোন কেড়ে নিয়ে গেছে। আপনার সঠিক নিউজ করবেন না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যাশি ব্যাক দালাল বাজার শাখার ফিল্ড অফিসার মোঃ আবুল বাশার বলেন, সোহাগের ভুল হয়েছে নারী গ্রাহকের গায়ে হাত দেওয়া
আমি চুটিতে আছি এখন আপনি পরে আমার অফিসে আসলে এই বিষয়ে কথা হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, রেখার আক্তার কে এনজিও কর্মী হাতে হামলার শিকার হয়েছে এ বিষয়টি সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।