নোয়াখালী চাটখিলে ২৩ লিটার চৌলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। গতকাল রোববার রাতে গ্রেফতার করা হয়েছে বলে আজ সোমবার ০১ এপ্রিল দুপুরে নিশ্চিত করেন চাটখিল থানার (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন (৪০) পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন চন্দ্র শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাটখিল পরকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ লিটার চৌলাই মদ ও ৫০টি ছিপিযুক্ত প্লাষ্টিকের খালি বোতলসহ মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ওরফে বোতল ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ইমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ সোমবার নোয়াখালী জেলা আদালতে পাঠানো হয়েছে।