রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় ক্লাস্টার চিংড়ি চাষীদের সাথে মতবিনিময় নেশার টাকার যোগান দিতে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজি, সংবাদ সম্মেলনে কান্নায় জর্জরিত ভুক্তভোগী। দেশে দাম কমলো আলু ও পেয়াজের ওসির বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোয় এসপি ও ওসির বিরুদ্ধে অভিযোগ। রাজশাহীর তেরখাদিয়া কাঁচা বাজারে চাঁদাবাজি,মামলার শিকার কমিটির সম্পাদক,থানায় অভিযোগ। লালপুরে ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির  ডুমুরিয়ায় হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নোয়াখালী বেগমগঞ্জে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় কংগ্রেস এর নেতা মনমোহন সিংয়ের জীবনাবসান ছাত্রলীগের জন্য যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচার হবে- ইসহাক খন্দকার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোবাইল দোকানে চুরির ঘটনায় আটক-৬

বিডিখবর 24 ডট কম প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় নিউ মার্কেটের ৩ নৈশপ্রহরীসহ সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে শুক্রবার দিনব্যাপী চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- স্থানীয় রামকৃষ্ণপুর গ্রামের মো. সিরাজের ছেলে মো. আকাশ প্রকাশ খাঁন মাহমুদ আকাশ (২৪), বড়ভল্লবপুর গ্রামের কোরবান আলীর ছেলে মোতালেব হোসেন সবুজ (৩২), রতনেরখিল গ্রামের মৃত হাফেজ হোসাইন আহম্মেদের ছেলে মোঃ বাহার (৫৩),
বেগমগঞ্জের ধীতপুর গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে মো. দুলাল (৫৫), দেওপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে সৌরভ হোসেন স্বাধীন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাত হোসেন বাবু প্রকাশ হরিংগা (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চন্দ্রগঞ্জস্থ নিউ মার্কেটের নীচতলায় মোল্লা টেলিকম নামীয় মোবাইল দোকান বন্ধ করে বাড়ি চলে যায় মালিকসহ দোকান কর্মচারীরা। ঈদ কেন্দ্রীক বেচাকেনা থাকায় তখনও মার্কেট খোলা ছিল। এ সুযোগে রাত ১০টার পরে দোকানের সার্টারের তালা খুলে সংঘবদ্ধ চোরের দল মোবাইল দোকানটি থেকে ৫৪ লক্ষ ২৫ হাজার টাকার ৩৫২টি মোবাইল সেট ও নগদ সোয়া ২ লক্ষ টাকা নিয়ে যায় তারা। পরদিন সকাল সাড়ে ১০টায় দোকান খোলার পর জানা যায় রাতে চুরির ঘটনাটি। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা পুলিশ পরিদর্শনে আসলে দোকানে স্থাপিত সিসি ক্যামেরার রেকর্ডসহ আলামত উদ্ধার করে পুলিশ।
এঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে দোকানের মালিক রায়হান উদ্দিন মামলা দায়ের করেন, (মামলা নং-৩১, তারিখ-২৯-০৩-২৪ইং)।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোঃ আব্দুর রহিম জানান, তদন্তকাজ শুরু করেছি। ৬জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে, তদন্তের মাধ্যমে প্রকৃত চোর সনাক্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, চুরির ঘটনায় সন্দিগ্ধ ৬ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102