জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ওভারপাসকে জামালপুরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আজ শনিবার দুপুরে রেলওয়ে ওভারপাস পরিদর্শন সময় তিনি এ ঘোষণা দেন।
ঈদ আনন্দকে বাড়িয়ে দিতেই দিন-রাত কাজ করে রেলওয়ে ওভারপাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এটি এবারের ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরবাসীর জন্য জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার।’
মির্জা আজম এমপি বলেন, ‘ঈদের পর দ্রুততম সময়ে বাকি কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। তখন প্রধানমন্ত্রী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।’
এর আগে তিনি ফ্লাইওভার দিয়ে পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি।
এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস,
উপ-বিভাগীয় প্রকৌশলী শ্রী সাগরময় রায়,
উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ পাল রানা ও
সাংবাদিক এম এ জলিল প্রমূখ।
উল্লেখ্যঃ প্রকল্পের দুই পাশের রাস্তা সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ, মূলকাঠামো ওভারপাস নির্মাণ ও দুই পাশের রাস্তা নির্মাণসহ এই প্রকল্পে মোট ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা।