দাগ
– সুব্রত কুমার
আমি চোখের আঁচড়ে হৃদয়ে এঁকে নিতে পারি একখণ্ড আবিরে রঙের বৈকালী আকাশ
পাহাড়কে পারি তুলোর মত নরম বানিয়ে মুক্ত মনা বাতাসে ওড়াতে
পোড়াতে পারি আগুনের দেহ জলে
পানিরে পারি দাউদাউ দিতে রুপ
চুপ করে পারি বহু কথা দিতে বলে
কথায় কথায় মৌনতা এনে দিয়ে
নিয়ে যেতে পারি না হাঁটিয়ে বহু পথ!
রথ গেলে পথে থেমে
নেমে এলে কালো রাত
রাতের বুকে নির্জন কোনো দাগ
কোনো কালে আমি পারি নাই মুছে দিতে!