দিনাজপুরের বিরামপুরে স্কুল ছুটির পর সহপাঠীর সাথে লিচু বাগানে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে সালামান ফারসি রনি (৪)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৪ মে আনুমানিক দুপুর ১২ টা দিকে বিরামপুর পৌরসভার ৭ নং ওয়াার্ডের শীমুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সালমান ফারসি রনি (৪) পৌরসভার ৭ নং ওয়ার্ডের শীমুলতলী গ্রামের রাসেদুল ইসলামের একমাত্র ছেলে। সে শীমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
নিহত সালমান ফারসির পরিবারের সদস্যরা জানায়, দুপুরে সে স্কুল থেকে এসে পাশের বাড়ির শহীদের ছেলে জীবন(৭) এর সাথে বাড়ির সামনে আনিছুর রহমানের লিচু বাগানে গিয়ে লিচু খায়।এ সময় একটি লিচুর বিচি তার গলায় আটকে গেলে শ্বাস বন্ধ হয়ে যায়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে।ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।
পৌরসভার মহিলা কাউন্সিল নাজনীন আক্তার বলেন, শিশুটি স্কুল থেকে এসে বাগান থেকে লিচু খেয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তাঁর মা জহুরা বেগম সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুূল ফেরদৌস বলেন, শিশুটিকে হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহসিনা বেগম জানান, শিশুটির মা জহুরা বেগম বেলা ১১টার প্রথম শিফটের ক্লাস শেষ হওয়ার পর তাকে বাসায় নিয়ে যান। এরপর শুনতে পাই এই দুর্ঘটনার কথা । ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিকা।