হাতিয়ার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালীউল্লাহ আর নেই তিনি গতরাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যু কালে বয়স ছিল ৮০+।১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশ গ্রহণের মধ্য দিয়ে হাতিয়ায় মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯১ সালে নোয়াখালী-৬(হাতিয়া)আসনের সংসদ সদস্য ছিলেন এর পরবর্তী সময়ে ২০০৯ সালে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।তাছাড়া তিনি দীর্ঘদিন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ বিকাল ৪ টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী। তিনি এক শোক বার্তায় বলেন- ওয়ালী উল্যাহ সাহেব হাতিয়ার রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় নাম। ওনার মৃত্যুতে আমাদের হাতিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
এছাড়া সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করছে।