আসন্ন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মিজানুর রহমান বাদলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার চর এলাহি ইউনিয়নের গাঙচিল বাজারে অফিস উদ্বোধন করেন স্থানীয় নেতাকর্মীরা।
অফিস উদ্বোধন শেষে বাজারে লিফলেট বিতরণ করেন গাঙচিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজিব খান,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মহিলা মেম্বারের প্রতিনিধি সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আনারস প্রতীক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল দোয়াত কলম প্রতিক ও আমেরিকা প্রবাসী ওমর আলী মোটরসাইকেল প্রতিক পেয়েছেন এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই ও এই উপজেলায় নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
এই বিষয়ে স্থানীয় নেতা রাজিব উদ্দিন বলেন- এবার আমরা সবাই শপথ করেছি সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কারণ তিনি আগে ও কোম্পানীগঞ্জে উপজেলায় ৫ বছর দ্বায়িত্ব পালন করছে। উনি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোম্পানীগঞ্জের আনাছে কানাছে ব্যাপক উন্নয়ন করছে।
তিনি আরো বলেন ওনার জনপ্রিয়তা সাধারণ আমজনতা ওনার পক্ষে হয়ে একজোট হয়ে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মেস্ত্ররী বলেন- আমরা গত কয়েক দিন ধরে আমাদের ওয়ার্ড গুলো ওনার প্রচারণা কর যাচ্ছি আমাদের ওয়ার্ডে এবং গাঙচিল বাজারে শতকরা ৮০% লোক বাদল ভাইয়ের পক্ষে রয়েছে। স্থানীয় মহিলা মেম্বারের প্রতিনিধি ডাক্তার ইউসুফ আলী জাবেদ বলেন- আমাদের বাদল ভাই কোম্পানীগঞ্জের ব্যাপক উন্নয়ন করছে এবার ও আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো।