নাটোরের লালপুরে আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে পদ্মায় জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে একই এলাকার মৃত্যু আতাহার আলী মন্ডলের ছেলে সেলিম রেজা ও অতিকের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত সেলিম রেজা ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন বলে জানা গেছে। তাই স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয়রা । এছাড়া চলতি মাসের ২১ মার্চ অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে বালু উত্তোলনকারীদের নিজেদের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে । তবে গুলি বর্ষণের ঘটনা লালপুর থানার ওসি অস্বীকার করেছেন। গুলি বর্ষণের ঘটনার ৪ দিন পরেই রাতে অদ্ধকারে ওই এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বালু উত্তোলন নিয়ে গুলি বর্ষণের ঘটনা ঘটলেও থানা পুলিশ বিষয়টির তদন্ত এবং কোন প্রকার আইনি ব্যবস্থা নেননি বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর রক্ষা বাঁধ ও হাজার হাজার বিঘা ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। মতামত,নদীর তীরবর্তী নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মানুষ বলেন, পুলিশ ও উপজেলা প্রশাসনের কিছু সদস্য বালু উত্তোলনকারীদের নিকট থেকে মাশুয়ারা নিয়ে তাদের সহযোগীতা করছেন। এবিষয়ে উপজেলা
নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখছি ।