নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে উপজেলা মাঠে পুলিশ , আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, লালপুর থানার ওসি নাছিম আহমেদ, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, মুন্জুরুল ইসলাম প্রমুখ।