নোয়াখালী সদরের সোনাপুর এলাকায় গরীব ও অসহায় পথচারীদুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে এক দল স্থানীয় যুব সমাজ।
(২৪ই মার্চ) রবিবার ইফতারের আগ মুহুর্ত্তে সোনাপুর জিরোপয়েন্ট ও রেল ষ্টেশানের সামনে অসহায় গরীব ও রিকসা চালকদের মাঝে একদল স্থানীয় যুবসমাজ এই ইফতার বিতরণ করেন।
তাদের থেকে জানতে পারলাম যে,তূর্যয় সুলতান এর সার্বিক সহযোগিতায় আমরা এ কার্যক্রম পরিচালনা করে আসছি। গেল রমজানে ও আমরা অসহায় মানুষের মাঝেই ইফতার বিতরণ করেছি।
তূর্যয় জানান, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে সকলের দোয়ায় আমার সহযোগিতায় সকলের উদ্দ্যোগে দ্বিতীয় ধাপে ১০০ প্যাকেট ইফতার অসহায় পথচারীদের মাঝে বিতরণ করতে পেরেছি। আমরা যেন যার যতটুকু সামর্থ্য আছে তারা যেন এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি ।
এ রমজান মাসে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই কাজটি করার তৌফিক দান করেন।