বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ মার্চ ২০২৪ বুধবার রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে মানবাধিকার অফিসে (বিহাসগেট, বিনোদপুর, রাজশাহী) দোয়া মাহফিল, ইফতার ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উপ-সচিব (অব:) বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের সহ-সভাপতি মোঃ মোর্শেদউল্লাহ, সাধারণ
সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক, অর্থ সম্পাদক মো: ইব্রাহিম পারভেজ জিম, উপ-আইন সম্পাদক মো: রুবেল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনকে ভালোবেসে সুদূর পঞ্চগড় থেকেও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল করে সহযোদ্ধারা অংশগ্রহণ করেন।
বিএমএসএস রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বলেন, বিএমএসএস সংগঠনে সারা দেশে প্রায় ১৭ হাজার সাংবাদিক সহযোদ্ধা রয়েছে। আর এই সংগঠন নির্যাতিত সাংবাদিক সহযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করে থাকেন। তিনি সংগঠনের চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকল সহযোদ্ধাদের ধন্যবাদ জানান।