জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী গ্রামে জমি থেকে ড্রেজার মেশিনে মাটি কাটা নিয়ে দু পক্ষের বিরোধ এর জেরে মিজানুর রহমান (৫০) নামে এক বৃদ্ধাকে গলায় ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার বেলা ১১ টায় ড্রেজারে মাটি উত্তোলনের সময় বাধাঁ দিতে গেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত প্রাপ্ত বৃদ্ধা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের বাসিন্দা। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার গলাতে ৬ টি শেলাই দিয়ে ব্যান্ডেজ করেন এবং উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেলের হাসপাতালে রেফার্ড করেন। জানা গেছে একই এলাকার মৃত সৈয়দজামার ছেলে শহিদুল ও ছাইদুল এবং রশিদজামার ছেলে হুসেন এ ঘটনা ঘটায়।
এই বিষয়ে ভুক্তভোগীর জেঠাতো ভাই আবুল কালাম আজাদ বলেন আমার জেঠার জমি থেকে জোর পূর্বক মাটি কাটতে ছিলেন অভিযুক্তরা। এ সময় আমরা তাদের বাঁধা দিলে তারা গলায় ও পেটের কয়েক স্থানে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিক্যাল অফিসার সালেহ মাহাদী বলেন রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ করা হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক রা রোগীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন