টাঙ্গাইলের মধুপুরে আসন্ন রমজান উপলক্ষে আজ মঙ্গলবার(১২ মার্চ) বিকেলে মধুপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআইয়ের প্রতিনিধি ও স্যানিটারি ইন্সপেক্টর মধুপুর।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।