লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া শিমুল স্মৃতি প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ষষ্ঠআসর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চন্দ্রগঞ্জ দেওপাড়া মন্নানের দোকান সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সার্বিক তত্বাবধায়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাফিজ উল্যহ্, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, লক্ষীপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ার, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ মোস্তফা কাজল, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম ভুঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ পরহান শাকিল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক রিংকু প্রমূখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী লিটন আয়োজনে
ফাইনাল খেলা পরিচালনা করেন কাজী নিজাম উদ্দিন।
শিমুল স্মৃতি প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ষষ্ঠ আসরের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বিতা করেন এক্স প্রতাপিয়ান বনাম নগর বাউল ক্লাব। খেলায় এক শূন্য গোলে নাগর বাউল পরাজিত করে এক্স প্রতাপিয়ান।
খেলা শেষ বিজয়দের হাতে প্রাইজ মানি ও পুরস্কার তুলেদেন অতিথিরা।