নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম চাটখিলের স্থানীয় সরকারের সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় এইচ এম ইব্রাহিম এমপি ছাড়াও বক্তব্য রাখেন, চাটখিল পৌর সভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রজি শাহীন, সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ুব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, ইউপি চেয়ারম্যান এইচ এম বাকি বিল্যাহ, আলমগীর হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, হারুনুর রশিদ বাহার, বাহার আলম মুন্সী, আব্দুল্লাহ খোকন, অধ্যক্ষ মহি উদ্দিন, প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।