নাটোরের লালপুরে জমি দখল ও বাড়ী ভাংচুর সহ লুটপাট করেছে প্রতিপক্ষরা। উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ১১ আগষ্ট (রবিবার) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়,চাঁনপুর গ্রামের আজিজ,আমির মিস্ত্রী,আসলাম হোসেন,বাদশা মন্ডল সহ আরো বেশি কিছু বাড়ী ও আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এছাড়া টাকা ও স্বর্ণ লুট সহ জমি দখল করে রেখেছে প্রতিপক্ষরা বলে জানান ভুক্তভোগী পরিবার। মতামত,ভুক্তভোগীরা বলেন,একই গ্রামের আমজাদ,জিল্লুর ও তোতার নেতৃত্বে বাড়ী ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ১০ ভরি স্বর্ণ ও ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এছাড়া প্রতিপক্ষরা আমির মিস্ত্রীর ৯ কাঠা জমি দখল করে রেখেছে। ভুক্তভোগীরা আরো বলেন,আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।