জগন্নাথপুরের মাদ্রাসা এক ছাত্র ১৭দিন যাবত নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেহেদী হাসান(১৩) জগন্নাথপুর পৌর শহরের বটের তল এলাকায় অবস্থিত টি এম হিফজুল কুরআন একাডেমি নামের মাদ্রাসার হিফজ শাখার ছাত্র । সম্ভাব্য সকল স্থানে খোঁজ করার পর ও মেহেদী হাসানের সন্ধান না পাওয়ায় স্বজনরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। মেহেদী হাসানের পিতা মনির হোসেন মুন্না জানান, আমার ছেলে ১৩ মে নিখোঁজ হয়। সার্ভার সমস্যা থাকায় অনলাইন জি ডি করতে না পারলে ও ২১মে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করার জন্য লিখিত আবেদন করি। পরবর্তীতে অনলাইনে সাধারন ডায়েরী করি যার নং ১৪১৫ তারিখ ৩০/০৫/২০২৪ইং। সাধারণ ডায়রীতে উল্লেখ করেন ১৩ মে সকালে মেহেদী হাসান মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে যথা সময়ে বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার সন্ধান পান নি। কোন উপায়ান্তর না পেয়ে নিখোঁজ মেহেদী হাসানের পিতা জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন মুন্না ৯ দিন পরে এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী জন্য
লিখিত আবেদন করেন। এবং ৩০ মে অলাইনে সাধারণ ডায়েরী করেন। ৩০ মে বৃহস্পতিবার রাতে মেহেদী হাসানের পিতা সাংবাদিকদের জানান, এখনও মেহেদী হাসানকে খোঁজে পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। সে দেখতে লম্বা আকৃতির। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ট্রাউজার ও পাঞ্জাবি ছিলো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১২ ৪৫৪৩২৪ নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।