চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রাম ৩ নং ওয়ার্ড এর মোঃ আহসান হাবীব এর ছেলে খেলা ধূলার সময় একটি টেষ্টার (মাত্তুল) গিলে নিয়েছিল। সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা ও আলট্রাশন করে দেখা যায় তার পেটে একটা টেষ্টার (মাত্তুল)।
অনেক ডাক্তার দেখানোর পর বলে এটা অপারেশন করা লাগবে। আহসান হাবীব অতি দরিদ্র পরিবার তাই একটু সময় নিয়ে অপারেশন উদ্দেশ্যে সবকিছু ব্যবস্থা করে এসময় তার পরিচিত ঢাকার ডাঃ সুমন এর সাথে কথা হয় । ডাঃ সুমন বলেন আপনার বাচ্চার রিপোর্ট আমার ইমোতে দেন আমি দেখি। তিনি দেখার পর বলে আমি এক মাসের ওষুধ বলে দিছি আপনি খাওয়াবেন আশা করি পায়খানার সাথে ওষুধের সাহায্যে ভ্যানেস হয়ে যাবে ইনশাআল্লাহ । আহসান হাবীব এর সকলের উদ্দেশ্যে একটা কথা বলেন আপনার বাচ্চার খেলাধুলার সময় একটু সচেতন থাকবেন। আমার মতন অবস্থা যেন কারো না হয়।