সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টের নৈশ্য প্রহরী আফতর আলী (৬০)কে খোঁজে পাচ্ছেন না সাদিপুর পয়েন্ট বাজার ব্যবসায়ি ও তার পরিবার। এ ঘটনায় রবিবার ( ৫ মে) জগন্নাথপুর থানায়
সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আফতর আলীর স্ত্রী ছায়ারুন বেগম।
জি ডি নং নং ২৩১তারিখ ০৫/০৫/২০২৪ইং। শনিবার ( ০৪ মে) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি থেকে সাদিপুর পয়েন্ট নিজ কর্মস্থলে আসলে আর বাড়ি ফেরেননি বলে জিডিতে উল্লেখ করেছেন। নিখোঁজ আফতর আলীর
বাড়ি সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে। তিনি সাদিপুর বাজারে ৫/৬ মাস যাবত নৈশ্য প্রহরী হিসাবে কাজ করছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, থানায় জি ডি হয়েছে। নিখোঁজ আফতর আলীর সন্ধানে আমাদের সকল প্রকার চেষ্টা চলছে।