যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ইন্ডিয়া কর্তৃক রোকেয়া খাতুনকে আন্তর্জাতিক আ্যকোলাড এ্যাওয়ার্ড২০২৪ দেওয়ায় বীর মুক্তি যোদ্ধা রানীহাট্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তসলিম উদ্দিনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেছেন।মঙ্গলবার সকালে কানসাট ইউনিয়ের বাগর্দূগাপুর গ্রামে রোকেয়ার বাড়িতে উপস্থিত হয়ে তাকে সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রোকেয়ার পিতা মুন্তাজ আলি মাতা শাহাজাদি বেগম, বোন রোখসানা নেগমও শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালজ মিতিয়া কর্মী নাহিদ উজ্জান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন বলেন অজোপাড়া বাগদূর্গাপুর গ্রামের অসহায় ও দুঃখী রিক্সা চালকের মেয়ে রোকেয়া প্রমান করে দিয়েছে যে মনোবল দিয়ে বিশ্বকে জয় করা যায়। তিনি আরো বলেন অচিরোকিয়া শুধু শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ নয়,উত্তর বঙ্গের নারী জাগরক হতে যাচ্ছে