ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম মিশিগান আমেরিকা কর্তৃপক্ষের আয়োজিত
সাহিত্য সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ২৭ এপ্রিল ( শনিবার) সকালে সিলেটের কেন্দ্রীয় সাহিত্য সংসদ মুসলিম হলে
দুইদিন ব্যাপী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মাননা প্রদান করা হয় কয়েকটি বিভাগে। উক্ত অনুষ্ঠানে কবি আল মাহমুদ সাহিত্য সম্মাননায় ভূষিত হন ডিএমসি নিউজ ২৪ ডড কম পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মোঃ রুহুল আমিন।
কবি মোঃ রুহুল আমিন, জন্ম, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ গদাইপুর গ্ৰামে। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। নতুন প্রজন্মের জন্য তিনি একজন সাহিত্য অঙ্গনে অন্যতম নবীন লেখক। কবি এই পর্যন্ত দেশের ১০ টি সাহিত্য পরিষদ থেকে সাহিত্য সম্মাননা পেয়েছেন। কবির কবিতা জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। এছাড়া দেশের বাইরে ও কয়েটা পত্রিকায় কবিতা প্রকাশিত হচ্ছে। তিনি মানুষের দৈনন্দিন জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনার উপর লেখা কবিতায় প্রকাশে উঠে আসছে । কবির আজ পর্যন্ত ১২ টার অধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক সমস্যার কারণে তিনি একক কাব্যগ্রন্থ প্রকাশিত করতে পারেন নি।