নোয়াখালীতে অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে জেলার মাইজদী পি টি আই স্কুল মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়।
জাতীয় ইমাম ও খতিব সংস্থার আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন, ইমাম মাওলানা আল্লামা জাফরুল্লাহ সাহেব।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইস্তিসকার নামাজে মধুপুর মাদরাসার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ মানুষসহ দু’শতাধিক মানুষ নামাজে অংশগ্রহণ করে। বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ শেষে ১২ মিনিট পর্যন্ত দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা জাফরুল্লাহ সাহেব।