কক্সবাজার দক্ষিন বন বিভাগের বিট কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান সজল(৩৩)কে পাহাড় খেকো ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করছে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী ।
(সোমবার)সকালে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য- গত ৩১ শে মার্চ ২০২৪ ইং শনিবার আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায়।
জানা যায়,রাতের আঁধারে পাহাড়ের মাটি কেটে পাচারে বাঁধা দেওয়ায় উখিয়ায় বন বিট কর্মকর্তাকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করা হয়।হত্যার পর গাড়িটি ঘুমধুম হয়ে বান্দরবান পালানোর সময় বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছে।ঘটনা স্থল থেকে পালিয়েছে যায় চালাক ও হেলপাররা।নিহত বিট কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন।দু-বছর আগে বিয়ে করা সাজ্জাদের নয় মাসের এক কন্যা সন্তান রয়েছে।
এ সময় স্থানীয় এলাকাবাসিরা তার সহযোগী বনরক্ষী মোহাম্মদ আলীকে(২৭)কে আহত অবস্থায় ঘটনা স্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ।চর আলাউদ্দিনের রেঞ্জ অফিসার মাহবুব হোসেন,জাহাজমারা রেঞ্জ অফিসার এস এম সাইফুর রহমান,বন্য প্রানী ও জীব বৈচিত্র কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান প্রমুখ।
বক্তব্যে সকলে হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান।