নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বর্ধিত সভায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী- ৬
আসনের সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম,নোয়াখালী পৌরসভা মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন,নোয়াখালী জেলা পরিষদের চেয়ানম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় অংশগ্রহণ করতে বিশাল মোটর শোডাউন, ও মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দরা
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন
উক্ত বর্ধিত সভায় আসন্ন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম কে বিপুল ভোটে জয়ী করার ঘোষণা দেন।