সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বাঘা উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার আড়ানী পৌরসভার অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম পালন করেন আড়ানী পৌর মেয়র মোঃ মুক্তার আলী ।
পৌরসভার মোট ৩ হাজার ৮১ টি পরিবারের মাঝে এই চাউল বিতরন করা হয়।
চাউল বিতরন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী । চাল বিতরনে সার্বিক দিয়িত্ব পালন করেন, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
আড়ানী পৌর মেয়র মোঃ মুক্তার আলী বলেন, অতীতের ন্যায় আমরা এবারো সঠিকভাবে দূর্নীতিমুক্ত চাল বিতরন করতে সক্ষম হয়েছি। চাল বিতরনের শুরু থেকেই সঠিকভাবে তদারকি করছি, যাতে ওজনে কোন হেরফের না হয়।
এই বিষয়ে, কাউন্সিলর বৃন্দরা বলেন, সরকারের খাদ্য সহায়তা যাতে সঠিকভাবে সাধারন জনগনের কাছে পৌঁছায় এজন্য আমাদের মানবিক মেয়র মুক্তার আলীর নির্দেশনায় আমরা তৎপর ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।