থানায় ০ ৪ টি সি আর সাজা ও ০২টি সি আর ভুক্ত আসামি জাহিদুল ইসলাম আকবর গাজীপুর এর সদর থানা এলাকা হতে ধরেছে এস আই জসিম এস আই কালাম ও এসআই জাহিদের স্পেশাল টীম
টাঙ্গাইলের ধনবাড়ী থানায় ০৫ টি সিআর সাজাভূক্ত ওয়ারেন্ট এর আসামী জাহিদুল ইসলাম, পিতা-মৃত ওমর আলী, স্থায়ী: গ্রাম- জমশেরপুর, পো- ভাইঘাট, উপজেলা/থানা- ধনবাড়ি, জেলা -টাঙ্গাইল, বাংলাদেশ গাজীপুর এর সদর থানা এলাকা হতে অদ্য ইং ২৯.০৩.২৪ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় গ্রেফতার করছে এসআই জসীম,এএসআই কালাম ও এএসআই জাহিদের স্পেশাল টিম। আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।