“শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার জাতীয় শিশু দিবস ২০২৪ইং উপলক্ষে বিশেষ উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন “টিম অফ ভলেন্টিয়ার্স ” Team Of Volunteers। এ উপলক্ষ্যে সদর উপজেলার নানান জনবহুল জায়গা শতাধিক শিশুর মাঝে উপহার সামগ্রী সহ বিভিন্ন পেস্টুন বিতরন করে সংগঠনটি।
এ সময় তারা বলেন-প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি। তাই তাদের ভালোবাসা, আদর এবং সুন্দর ভবিষ্যৎ গড়াতে আমাদের সব থেকে বেশি ভূমিকা রাখা উচিত।