বিদেহী হৃদয়
— সুব্রত কুমার
আজ বহুদিন হল কেন যেন “হৃদয়” লিখতে পারছিনা কিছুতেই,
কি এক গন্ডগোল হয়েছে যেন আমার,
আগে তো হতো না এমন!
আগে কত্তো ফাইন ফাইন হৃদয় লিখতাম
কত্তো কত্তো হৃদয়…
আমার প্রতিবেশী চির স্রোত নদীর ভরাট হৃদয়,
দখিনা আবেগি বাতাসের কোমল হৃদয়,
বন্ধুদেরও হৃদয় লিখেছি স্বচ্ছ- অভয়ে,
কি দারুণ লিখতাম গোপন একটা ধোঁয়াটে হৃদয়!
লিখেছি নাম না জানা হাজারো দুরন্ত দামাল হৃদয়,
এরকম সহস্র হৃদয় লিখেছি এক দমে!
শেষবার যেবার একটা তুমুল তান্ডবী ঝড়ের হৃদয় লিখলাম,
তারপর থেকে আমি আর “হৃদয়” লিখতে পারি না!