গোপন প্রেম
—সুব্রত কুমার
নিদ্রা মুছে আমার দু-চোখ গোপনে ঘুমের ভান ধরে জেগে আছে,
আমি যে জেগে আছি সে জানি কেবল আমি আর আমার অন্তর।
চোরা বালির তট জুড়ে গড়ে ওঠা আবেগি এক বন্দর থাকে সবার,
আমারও আছে……
তবুও সবাইকে সবাই নোঙর করতে চায় একান্ত চিলেকোঠার শীতল এক শক্ত-পোক্ত মায়া গাছে!
বারবার ঢেউ এলে স্রোত পেলে শেকল সে ছিড়ে ছিড়ে যায়,
ঘুরে মরে মায়া ছেড়া কিশোর এক ঘুড়ি- শূন্য আকাশে!
পরিশেষে কাকের বাসরে-
কুহু কুহু গান গেয়ে কোকিলের ছানা উড়ে যায়!