নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ এর নব-নির্বাচিত নির্বাচিত কমিটির আহবায়ক নুরনবী আহমেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দীন জিকু ও সদস্য সচিব আবদুল আউয়ালসহ কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুক্রবার বিকেলে উপজেলার চরকাঁকড়া বিএনপির উদ্যােগে আয়োজিত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাহার। বিএনপি নেতা ফখরুল ইসলাম ছোটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমুখ।