নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক সংবাদকর্মী ও ব্যবসায়ী। একই সঙ্গে দোকানে বিতর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২২ নভেম্বর সকাল ১১টায়।
ভুক্তভোগী আব্দুল আওয়াল (৪০),এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তরা হলেন নুরনবী (৫০), আবু নাছের (৩৫), মো. হারন (২৫), মো. ওমর ফারুক (২৩), অজ্ঞাতনামা সহ ১৫/২০ সহ।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা জবরদখলের উদ্দেশ্যে আব্দুল আওয়ালের ওয়ারিশি জমিতে ট্রাক্টর নিয়ে হালচাষ শুরু করেন। জমির পাশে থাকা সিআরবি আবুল কাশেম কমিউনিটি ক্লিনিকের এর ব্যানার ভেঙ্গে ছুরে ফেলে দিয়ে দেয়। এবং বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও কাঠের লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আব্দুল আওয়াল অভিযোগ করেন, হামলাকারীরা তার বাবার প্রতিষ্ঠিত ইসলামি সমাজকল্যাণ ঘর ভাঙচুর করে এবং ১ লাখ টাকার মালামাল নষ্ট করে। একই সঙ্গে তাকে এবং তার পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়। অন্যথায় তাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আহত ব্যবসায়ী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন।