বুধবার সকালে বসুরহাট পৌর মিলনায়তনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যােগে IUGIP প্রকল্প হতে প্রাপ্ত বসুরহাট পৌরসভার জন্য ৫০০০ পিছ ডাস্টবিন বিতরণ এবং ত্রি-হুইলার গার্বেজ ও রিকশা ভ্যান কার্যক্রম বিতরণের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, কাউন্সিলর নুরনবী সবুজ প্রমুখ।