টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া বাগবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী মজিবর রহমান (৪০) বিষপানে আত্মহত্যা করেছে।
তিনি অত্র এলাকার মৃত মফেজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মজিবর ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার রাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মজিবর তার স্ত্রীকে মৌখিক ভাবে তালাক দেয় বলে এলাকাবাসী জানায়।পরবর্তীতে রাগ করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী সূত্রে জানা যায়, সে প্বার্শবতী বেগুন ক্ষেতে গিয়ে ঘাস নিধনের বিষ খেয়েছে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দীর্ঘ চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।