নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইস্কেন্দার কচি মিলনায়তনে দৈনিক নোয়াখালীর কথা ২য় বর্ষে পদার্পন উপলক্ষে জেলার সাংবাদিকদের উপস্থিতিতে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক শিক্ষক আইনজীবীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বারের সাবেক সভাপতি, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, এন.আর.ডি.এস এর নির্বাহি প্রধান, মোঃ আব্দুল আউয়াল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, এডভোকেট মোল্লা হাবিবুর রসূল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আবু নাসের মঞ্জু, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার, নাসির উদ্দিন বাদল, দৈনিক যুগান্তরের নোয়াখালী স্টাফ রিপোর্টার, মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সোনালী জমিন এর প্রকাশক ও সম্পাদক, শাহ এমরান মোঃ ওসমান সুজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,শিক্ষক,আইনজীবী,লেখক,কবি,শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।