নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অস্ত্র সহ ডাকাতি করতে গিয়ে জনতার হাতে গণ পিটুনি খেলো ৩ ডাকাত। শনিবার দিবাগত রাত ১ টায় মোহাম্মদপুর শান্তির বাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতরা সোনাইমুড়ী উপজেলার আমকি পাঠান বাড়ির লোকমান হোসেনের ছেলে বাবলু (৩৫) ও রাকিব (২৫) এবং চাটখিল উপজেলার টবগা বড় বাড়ির সেলিমের ছেলে রাকিব (২২)।
স্থানীয় সূত্র বলছে, শনিবার দিবাগত রাত ১ টায় ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুর গাছতলা নামক স্থানে স্থানীয় জনতা ডাকাত দলকে দেখতে পেয়ে আটকের চেষ্টা করে, ডাকাত দল অস্ত্র বের করে ফাকাগুলি ছুড়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর শান্তি বাজারে স্থানীয় জনতা তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়, ডাকাত দলে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ডাকাত দলের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে স্থানীয় জনতা।
স্থানীয়রা আরও বলেন, সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনার স্থলে উপস্থিত হয়ে অস্ত্রটি তাদের জিম্মায় নেয়। চাটখিল থানা পুলিশ না থাকায় আটককৃত ডাকাতদের কে তাদের পরিবার নিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রশাসনের লোকজন না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে সেনাবাহিনী সেখানে গিয়ে অস্ত্র উদ্ধার করেছে।