টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে চতুর্থ দিনের মতো যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন মধুপুর ওয়াল্টন প্লাজার কর্তৃপক্ষ।
শনিবার(১০আগস্ট) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্ত্বরে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে মধুপর ওয়াল্টন প্লাজার পক্ষ থেকে এ ছাতা বিতরণ করা হয়।
ছাতা বিতরণের সময় উপস্হিত ছিলেন ওয়াল্টন প্লাজার টাঙ্গাইল জেলার এরিয়ার সেলস্ ম্যানেজার মোঃ আল মাসুর রহমান, ওয়াল্টন প্লাজা মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার আবুল হাসান, এসি সেলস্ মনিটরিং মোঃ সরোয়ারদি সহ অন্যান্য কর্মকর্তাগন।
ছাতা বিতরণের সময় টাঙ্গাইলের এরিয়া সেলস্ ম্যানেজার আল মাসুর বলেন, ছাত্ররা এই রোদ বৃষ্টির মধ্যে যানবাহন নিয়ন্ত্রণে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে। আমাদের মনে হয়েছে তাদের জন্য আমাদেরও কিছু করা দরকার, সেই লক্ষ্যে আমরা মধুপুর ওয়াল্টন প্লাজার পক্ষ থেকে তাদের মাঝে ১০টি ছাতা বিতরণ করেছি। তিনি, দেশের উন্নয়নের লক্ষ্যে এই সেচ্ছাসেবী শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।