নোয়াখালী জেলা শহরে যানজট ও সড়ক পরিস্কার পরিচ্ছন্নতায় কাজ করছে শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা যায়, আজ বুধবার ভোর হতে না হতেই শহরে নেমে পড়েন এক ঝাক শিক্ষার্থীরা।নোয়াখালীর প্রধান সড়কে সোনাপুর থেকে শুরু করে মাইজদী পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে শহরের রাস্তায় যানজট নিরসনে কেউ লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। কেউ আবার পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে দেখা যায় শিক্ষার্থীদের। তারা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন, রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। কারও হাতে ময়লা-আবর্জনাভর্তি বস্তা দেখা যায়।
জানতে চাইলে,নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের ছাত্র আদিল আহনাফ জানায়, প্রশাসনের কোন ট্রাফিক ও সরকারী কর্মকর্তা না থাকায় জনসাধারনের উদ্ধেশ্যে আমরা এ সেবা দিয়ে যাচ্ছি।