আষাঢ় মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা মহোৎসব।গতকাল রবিবার (৭জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন ) নোয়াখালী শাখার আয়োজনে চৌমুহনীর নরোত্তমপুর রামেন্দ্র সাহার বাড়ি প্রাঙ্গনে শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দিরে ভক্তদের আগমনে জনসমুদ্রে পরিণত হয়। জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীকে চাক্ষুস করে রথের রশিতে টান দিতে দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন এই শ্রীক্ষেত্রে। পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এই রথযাত্রা ঘিরে চলে নানা আয়োজন। রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উৎসবে বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন
নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ কিরন, উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন), শ্রীমতি বিজয়া সেন, চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহেদ শাহরিয়ার, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র বাবু রতন কৃষ্ণ পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃহত্তর নোয়াখালীর ট্রাস্টি এডভোকেট পাপ্পু সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোর রায়,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি বাবু কিশোর চন্দ্র শীল, চৌমুহনী পৌর কাউন্সিলর মোঃ এনায়েতুল্লাহ চৌধুরী রানা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ঐক্যের নোয়াখালী জেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক সাহা দিপু, রাধা মাধব জিউর আখড়া মন্দির কমিটির সহ-সভাপতি বাবু রাজু সাহ , সাধারণ সম্পাদক বাবু গণেশ কুরি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সুমন পাল প্রমুখ, রথ যাত্রার আগন্তুক ভক্তবৃন্দের নিরাপত্তায়
নোয়াখালী জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন।র্যাব- ১১এর সিপিসি -৩, (নোয়াখালী)জেলা ডিবি, ট্রাফিক, ছাড়াও রথযাত্রা উৎসব কে ঘিরে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, পিপিএম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোরুল ইসলাম এর প্রশংসনীয় তৎপরতায় ভোর ০৪:৩০ মঙ্গল আরতি পাটের মাধ্যমে শুরু হয় রথযাত্রার কর্মজ্ঞ এছাড়া সকাল ৭টায় ভাগবত পাঠ, সকাল ৮টায় রাজবেশ দর্শন ও গুরুপূজা ,সকাল ৯টায় মহাযজ্ঞ, সকাল ১১টায় জগন্নাথ দেবের রথযাত্রা বিষয়ক আলোচনা । দুপুর ১টায় চলে মহাপ্রসাদ বিতরণ ,বিকাল ৩টায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর ৩টি পৃথক রথারোহণ, বিকাল ৩:৩০ শুরু হয় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা, ইস্কন মন্দির থেকে কলেজ রোড-ডিবি রোড-চৌরাস্তা ঘুরে ব্যাংক রোডস্থ শ্রী শ্রী রাধা মাধব জিউর আখড়া (গুন্ডিচা মন্দির) অবস্থান করবে। সন্ধ্যা ৭টায় আরতি কীর্ত্তন মেলা ও ভাগবতীয় আলোচনা হবে গুন্ডিচা মন্দিরে, ৯’দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে জানান রথযাত্রা উৎসব কমিটি ।