বিএমএসএস-এর পাটগ্রাম উপজেলা কমিটি ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব ছগীর আহমেদ স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নূর আলমগীর অনু, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান রিপন ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিঠু মুরাদের সার্বিক তত্ত্বাবধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটিতে ওসমান গনি বাবুকে সভাপতি এবং তৌহিদ আলমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক : মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মেহেরুবান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মানিক সরকার, দপ্তর সম্পাদক: সাঈদ হাসান,প্রচার সম্পাদক: মুবাশ্বির ইজায মুর্শিদ ,নির্বাহী সদস্য: মোঃ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য: মিঠু মুরাদ
নবগঠিত পাটগ্রাম উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল বিভাগ, জেলা- উপজেলা কমিটির নেতৃবৃন্দ।