মঙ্গলবার ২৮শে মে দুপুর অভাব নয় , সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের আয়োজনে ও বিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কে এম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন , বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ । এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্র উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই প্রথমে
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, শুধু দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে সীমাবদ্ধতা না থেকে আমাদের কে সামাজিকভাবে প্রচারণা চালিয়ে যেতে হবে এবং জনসাধারণকে সজাগ করতে হবে। আমরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দিব না আপনারা দুর্নীতির বা অনিয়মের কোন খবর পেলে সরাসরি আমার নিকট চলে আসবেন আমি যথাযোগ্য ব্যবস্থা নিব।
দিনাজপুর জেলার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন অভাব নয় , সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। তাই লোভ মানুষকে ধ্বংস করে। এছাড়াও তিনি আরো বলেন আমরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহরে আমাদের জনবল রয়েছে । যেকোনো দুর্নীতির বা অনিয়মের তথ্য আমাদের কাছে সরবরাহ করবেন আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতি এককভাবে প্রতিরোধ করা সম্ভব নয় তাই সকলকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।